Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকবন্ধ হলো ৩২০ বছরের পত্রিকার প্রিন্ট সংস্করণ

বন্ধ হলো ৩২০ বছরের পত্রিকার প্রিন্ট সংস্করণ

বন্ধ হলো ৩২০ বছরের পত্রিকার প্রিন্ট সংস্করণ

বন্ধ হয়ে গেল ৩২০ বছরের পুরোনো সংবাদপত্র ‘উইনার জাইতুং’ এর প্রিন্ট সংস্করণ। অস্ট্রিয়ার সরকারের মালিকানাধীন এই দৈনিকটি শুক্রবার সর্বশেষ প্রিন্ট সংস্করণটি প্রকাশ করে। তবে অনলাইনে সংবাদ প্রকাশ করবে পত্রিকাটি।

রাজস্ব হ্রাসের কারণে বৃহস্পতিবার অস্ট্রিয়ার পার্লামেন্টে প্রিন্ট সংস্করণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পত্রিকাটির ভবিষ্যৎ নিয়ে দেশটির সরকার ও সংবাদপত্রটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সরকারের যুক্তি, পত্রিকাটি অনলাইনে সরকারি তথ্যকে কেন্দ্রীভূত করবে। একই সঙ্গে উইনার জাইতুং পত্রিকা মিডিয়া কেন্দ্র প্রতিষ্ঠা করবে। এটি সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য প্রশিক্ষণকেন্দ্রের ব্যবস্থা করবে। খবর গালফ নিউজের

১৭০৩ সালের ৮ আগস্ট ‘উইনারিস্খিস ডায়ারিয়াম’ নামে পত্রিকাটি প্রকাশ শুরু হয়। ১৭৮০ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘উইনার জেইতুং’। ১৮৫৭ সালে পত্রিকাটির মালিকানা গ্রহণ করে অস্ট্রিয়া সরকার। ২০০৪ সালে উইনার জাইতুংকে বিশ্বে মুদ্রিত প্রাচীন সংবাদপত্র হিসেবে অভিহিত করা হয়।

পার্লামেন্টের তৃতীয় প্রেসিডেন্ট নরবার্ট হফার বলেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুলাই থেকে পত্রিকাটি প্রাথমিকভাবে অনলাইনে পাওয়া যাবে। এছাড়া তহবিল পাওয়ার সাপেক্ষে প্রতি বছর পত্রিকাটির ন্যূনতম ১০টি মুদ্রণ প্রকাশ করা হবে।

পত্রিকাটি উপব্যবস্থাপনা সম্পাদক মাথিয়াস জিয়েগলার বলেন, অনেকেই ভাবছেন, উইনার জাইতুংয়ের ৩২০ বছরের পুরোনো ইতিহাসকে শুধু ব্র্যান্ড হিসেবে রাখতে চায় সরকার। যদিও এর ভবিষ্যৎ কী হবে, তা কেউ জানে না।

তিনি আরও বলেন, গণমাধ্যমটিতে সাংবাদিকতার চর্চা হবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment