বাংলাদেশের সকল শ্রমিক ন্যায্য মজুরি ও শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রাখে: সিনেট ফরেইন রিলেশন কমিটির টুইট
বাংলাদেশে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলারে টুইট করেছে মার্কিন সিনেট ফরেইন রিলেশন কমিটি। সংস্থাটির চেয়ার বেন কার্ডিন এ টুইট করেন।
“Many garment workers in Bangladesh make only $3 per day and face violence when they exercise their right to peaceful protest. All workers deserve a living wage and the right to peacefully demonstrate.”
-Chair @SenatorCardin on ongoing protests for a #LivingWage in Bangladesh https://t.co/s3lk2nllPf— Senate Foreign Relations Committee (@SFRCdems) November 9, 2023
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের পোস্ট রিটুইট করে সিনেট ফরেইন রিলেশন কমিটি লিখেছে, ‘বাংলাদেশে অধিকাংশ পোশাক শ্রমিক প্রতিদিন মাত্র ৩ ডলার আয় করে এবং তারা যখন এ নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে যায় তখন তারা সহিংসতার সম্মুখীন হয়। বেঁচে থাকার জন্য সমস্ত শ্রমিকই ন্যায্য মজুরি এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রাখে।’
ম্যাথিউ মিলার তার পোস্টে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশি কর্তৃপক্ষকে শ্রমিক ও ইউনিয়ন সংগঠকদের রক্ষা করার আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক বিক্ষোভে নিহত ব্যক্তিদের প্রতি আমরা শোক প্রকাশ করছি।’