গাজা থেকে মস্কো ফিরলেন আরো ১০৩ রুশ নাগরিক
গাজার থেকে রাফা সীমান্ত দিয়ে মিশর এসে সেখান থেকে বিশেষ বিমানে শুক্রবার মস্কো পৌঁছেছেন আরো ১০৩ জন রুশ নাগরিক।
আটকে পড়া এসব রুশ নাগরিককে নিয়ে শুক্রবার সকালে দেশটির একটি বিশেষ বিমান মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে অবতরণ করে। খবর তাসের।
এদের মধ্যে ৪৭টি শিশু রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি ব্যবস্থা বিষয়ক মন্ত্রণালয়।
এর আগে অবরুদ্ধ গাজা থেকে সরিয়ে বুধবার রাতে তাদের রাফা সীমান্ত দিয়ে আরো ৮২ জন রুশ নাগরিককে মিশর আনা হয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা থেকে প্রথমে তাদের কায়রো নেয়া হয়েছে, সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিশেষ বিমানে করে মস্কো আনা হয়।
এর আগে গত শনিবার অবরুদ্ধ গাজা থেকে মিশরের রাফা ক্রসিং দিয়ে কায়রো এসে সেখান থেকে বিশেষ বিমানে করে আরো ১১৭ রুশ নাগরিক নিজ দেশে ফিরেছেন।
গত ১২ নভেম্কার থেকে কয়েক দয়ায় ৬৬৭ জন রুশ নাগরিককে গাজা থেকে উদ্ধার করে রাফা ক্রসিং দিয়ে মিশর আনা হয়েছে।মিশর থেকে এ পর্যন্ত ৫ দফায় বিশেষ বিমানে করে ৫১১ জনকে মস্কো নিয়ে যাওয়া হয়েছে।