মিয়ানমারে চার দিনে ৪০ জান্তা নিহত
মিয়ানমারে গত চার দিনে প্রতিরোধ হামলায় অন্তত ৩৯ জন জান্তা সদস্য নিহত হয়েছে। এছাড়াও গ্রেপ্তার হয়েছে কমপক্ষে সাতজন।
ক্ষমতাসীন জান্তা লক্ষ্য করে পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপ (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র সংগঠন (ইএওএ) হামলা বাড়ানোর পর হতাহতের এ খবর জানা যায়।
বুধবার (২৯ নভেম্বর) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানায়, ঘটনাগুলো ঘটেছে দেশটির সাগাইং, ম্যাগওয়ে, তানিনথারি, সোম, কায়াহ এবং চিন অঞ্চলে। যদিও হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ইরাবতী আরো জানায়, পিডিএফ বুধবার ভোরে সাগাইংয়ের তাজ শহর দখলের চেষ্টা চালায়। সেখানকার প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে, ভোরে জান্তার শেষ ঘাঁটি পুলিশ স্টেশন দখল করে তারা। এরপর বিমান থেকে সেখানে বোমাবর্ষণ করে জান্তা।
যদিও সংঘর্ষের বিস্তারিত এখনো জানা যায়নি।