ফ্রান্সে হামাস নেতার সম্পদ জব্দ
নতুন নিষেধাজ্ঞার আওতায় মঙ্গলবার হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের সম্পদ জব্দ করেছে ফ্রান্স। এ নিষেধাজ্ঞার আওতায় পরবর্তী ছয় মাস দেশটিতে তার সম্পদ জব্দ রাখা হবে।
ফ্রান্সের অফিশিয়াল জার্নালে প্রকাশিত একটি আইন অনুসারে, সিনওয়ারের তহবিল এবং অর্থনৈতিক উত্সগুলো ৫ ডিসেম্বর থেকে পরবর্তী ছয় মাস স্থগিত রাখা হবে। তবে, ফ্রান্সে সিনওয়ারের সম্পদের পরিমাণ কত, তা স্পষ্ট জানা যায়নি।
এর আগে, গত মাসে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সিনিয়র নেতাদের এবং হামাসের অর্থদাতাদের ওপর নিষেধাজ্ঞা জারির অনুমোদন দিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লর্ড ক্যামেরন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান নেতা ইয়াহিয়া আস-সিনওয়ার। ২০ বছর ইসরায়েলে কারাভোগের পর ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তিতে মুক্ত হয়ে গাজায় আসেন। পরে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ইসমাইল হানিয়া থেকে দায়িত্ব গ্রহণ করেন।
হামাস নেতাদের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ব্যক্তিত্ব সিনওয়ার। হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।
সূত্র: বিবিসি