রোজা উপলক্ষ্যে ৫০ পরিবারকে শাহ্ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা
বাংলা চ্যানেল, ঢাকা থেকে: বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা মগবাজার ওয়ারলেসে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পঞ্চাশটি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন।
গতকাল (১১ মার্চ) শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহ্ জে. চৌধুরীর উদ্যোগ ও সহযোগিতায় মগবাজার ওয়ারলেস এলাকার মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
শাহ্ ফাউন্ডেশনের অর্থায়নে খাদ্য সহায়তা হিসেবে পঞ্চাশটি পরিবারকে চিনি, ডাল, ছোলা, সোয়াবিন তেল, পেঁয়াজ, খেজুর ও ট্যাং-এর প্যাকেট দেওয়া হয়।
শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষদের ভেতরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে তাতে তাঁদের আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি রয়েছে। কিন্তু প্রয়োজন থাকলে এই মানুষেরা কারও কাছে সহযোগিতা চাইতে পারেন না। তাঁদের জন্যে শাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে যদি তারা একটি দিনও সচ্ছলভাবে কাটাতে পারেন তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে।
খাদ্য সহায়তা প্রদানের এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন রূপসী বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মুবিন খান। তাঁকে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় রাজনীতিবিদ এম আর ওহাব ও বাংলাদেশ বেতারের তবলা বাদক দীপক তেওয়ারী। এছাড়াও ছিলেন আবদুর রহিম ও হায়দার।
মগবাজার ওয়ারলেসে থেকে শুরু করে মালিবাগ রেললাইন এলাকায় বসবাসরতদের হাতে হাতে খাদ্য সামগ্রীর ব্যাগ পোঁছে দেওয়া হয়।
ছবি