অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান স্থানান্তরিত হতে পারে: ম্যাঁখো
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেছেন, নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেলে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সেইন নদী থেকে স্থানান্তরিত হতে পারে। এর ফলে অনুষ্ঠানটি আইফেল টাওয়ার থেকে সেইন জুড়ে ‘ট্রোকাডেরোতে সীমাবদ্ধ’ হতে পারে। খবর বিবিসির।
ইমানুয়েল ম্যাঁখো আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠান স্ট্যাডে ডি ফ্রান্সেও স্থানান্তরিত হতে পারে। যদিও ঘোষিত সূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানটি স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হতে চলেছে। এতে প্রায় ১০ হাজারের বেশি ক্রীড়াবিদ উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা প্রাথমিকভাবে নদীর তীর থেকে অনুষ্ঠানটি দেখার জন্য প্রায় ছয় লাখ দর্শককে জড়ো করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখন তা তিন লাখে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি প্রথমে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়ার কথা বললেও এখন টিকিটের কথা উল্লেখ করেছে তারা।