আয়োজিত হলো ইওর ড্রিম হোম কেয়ারের সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেল ইউর ড্রিম হোম কেয়ারের সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নিউ ইয়র্কের ওজোনপার্কে ‘ভিলেজ কাপ-২০২৪’ নামে টুর্নামেন্টের আয়োজন করে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউএসএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুটবল ম্যাচের গ্র্যান্ড স্পন্সর ইওর ড্রিম হোম কেয়ার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে থাকে।
ফুটবল ম্যাচটি উপভোগ করতে নিউইয়র্কের বিভিন্ন দূরদূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট ও ইওর ড্রিম হোম কেয়ারের কর্ণধার এম এ আজিজ। আরও ছিলেন ব্যবসায়ী আনোয়ারুল আজিম সেলিম, কমিউনিটির বিভিন্ন সন্মানিত ব্যক্তি, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও প্রবাসীরা।
বিজয়ী ছোট দেশ দলকে ট্রফি ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া খেলায় বিভিন্নভাবে অবদান রাখায় পুরস্কার দেওয়া হয়।
আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, বাংলদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিম, স্পোর্টস কাউন্সিলের দপ্তর সম্পাদক হাসান সোহাগ প্রমুখ।