যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বিজয় দিবস পালন
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি গেল ১৭ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটের পালকি পার্টি চাইনিজ সেন্টারে ৪৯তম মহান বিজয় দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী।
পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে সভা শুরুর পর শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় পার্টির সাবেক নেতা অসুস্থ নূর ইসলাম বর্ষনকে জাতীয় পার্টির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গর্ব ও অহংকার। জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে বাংলার দামাল ছেলেরা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। কিন্তু দেশ হলেও কাঙ্ক্ষিত বিজয় জাতি পায় নি। মানুষের মৌলিক অধিকার আজও নিশ্চিত হয় নি। মানুষ দ্রব্য মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। মুক্তিযোদ্ধাদের পূর্ণবাসন করা হয় নি।
সেকারণে আগামীতে বাংলার জনগণ জাতীয় পার্টিকে দেশ পরিচালনায় দেখতে চায়। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ মুক্তিযোদ্ধাদের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানের উপাধি দিয়েছিলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহাবুবুর রহমান চৌধুরী, ডাঃ আবদুল লতিফ। বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম চৌধুরী, জাপার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডাঃ সেলিম আহমেদ, সহ সভাপতি রফিক উদ্দিন। জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, জাপার যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার সংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন জাপার দপ্তর সম্পাদক আকতার কবির, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াছ, জাতীয় যুব সংহতির সহ সভাপতি ইব্রাহিম আলী, জাতীয় মহিলা সভাপতি ডাঃ নার্গিস রহমান, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোঃ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, জাতীয় ছাত্র সমাজ সভাপতি মীর জাকির, নূর ইসলাম বর্ষন, কবি সালাম সুলারী, শাহাজাহান মিয়া, মোহাম্মদ নাজিম প্রমুখ।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশণ করেন ডাঃ নার্গিস রহমান, নার্জিস ফাতেমা, মহিউদ্দিন জাবেদ, সুমি প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি