প্রতিবাদে অংশ নেওয়ায় এবার নরওয়েজিয়ান নাগরিককে বের করে দিল ভারত
ভারতের নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ায় এবার এক নরওয়েজিয়ান নারীকে দ্রুত ফিরে যেতে বলেছে দেশটির অভিবাসী বিষয়ক কর্তৃপক্ষ। এর আগে একই কারণ দেখিয়ে এক জার্মান শিক্ষার্থীকে দেশে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল।
জেন-মেতে জোহানসন নামের একজন নরওয়েজিয়ান পর্যটক হিসেবে কচিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে পড়েছেন বিপদে। ভারতের ফরেইনারস রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কর্তৃপক্ষ তাকে অবিলম্বে দেশ ত্যাগ করতে বলে। কেননা তিনি গেল সপ্তাহে নাগরিকত্ব সংশোধিত আইনের (সিএএ) প্রতিবাদে শহরে অনুষ্ঠিত এক পদযাত্রায় অংশ নেন।
জেন-মেতে জোহানসন এক ফেসবুক পোস্টে বলেছেন, ইমিগ্রেশন ব্যুরো তাকে নির্দেশনা দিয়েছে। এই কর্তৃপক্ষ ফের তার হোটেলে গিয়ে তৎক্ষণাৎ দেশ ছাড়তে বলেছে।
জেন-মেতে জোহানসন বর্তমানে সুইডেনে বাস করেন। শুক্রবার রাতে তার ফিরে যাওয়ার কথা রয়েছে। ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিবাদকারী জনতার লং মার্চে অংশ নেওয়া এই নারীকে এখন ফিরে যেতে বাধ্য করছে ভারত।
‘আমাকে জলদি দেশ ছাড়তে বলা হলো, নয়ত আইনী অ্যাকশন নেওয়া হবে। আমি এর ব্যাখ্যা চাই, লিখিত আকারে। আমাকে বলা হল আমি লিখিত কিছুই পাব না। আমার হাতে বিমানের টিকেট না দেখা পর্যন্ত ব্যুরো অফিসার আমাকে ছেড়ে যাচ্ছিলেন না’, বলেন তিনি।
ফেসবুকে পোস্টে তিনি আরও বলেন, তিনি বিমানবন্দর যাচ্ছেন। সেখানে তার এক বন্ধু দুবাইয়ের টিকেট সংগ্রহ করছিলেন যেখান থেকে তিনি সুইডেনে ফিরে যাবেন।
‘এটা ভিসা শর্তাবলীর পরিশকার০ লঙ্ঘন। টুরিস্ট ভিসায় এসে তিনি কোন ধরণের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। বিদেশ আইন অনুযায়ী তাকে দ্রুতই দেশে ফিরে যেতে বলা হয়েছে।’ খবর দ্য হিন্দু।
কদিন আগে মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির জার্মান শিক্ষার্থী জ্যাকব লিন্ডেনথাল নিজ ক্যাম্পাসে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়ায় তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তিনি সোমবার দেশে ফিরে যান।