‘হোম অ্যালোন-২’ চলচ্চিত্রে অভিনয় করতে পারা সন্মানের: ট্রাম্প

মঙ্গলবার সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় ক্রিসমাস চলচ্চিত্রে তাকে দেখানোর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। এএফপি
ট্রাম্প বলেন, তখন আমি কিছুটা তরুণ ছিলাম। বাড়িয়ে না বললেও সত্যিকার অর্থে এটা বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। ক্রিসমাসে এটা ছিল সবচেয়ে বেশি দর্শকপ্রিয়। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।
নিউ ইয়র্কের প্লাজা হোটেলের মালিকানা অর্জন করেছিলেন তিনি তখন। ১৯৯২ সালে সেখানে চলচ্চিত্রটির কয়েকটি দৃশ্য ধারণ করা হয়েছিল।
সিনেমাটিতে খুব অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল তাকে। ট্রাম্প বলেন, এমন একটি চলচ্চিত্রের সঙ্গে জড়িত হওয়া খুবই সম্মানের।
চলচ্চিত্রটিতে শিশু কেভিন চরিত্রে অভিনয় করেছে ম্যাকৌলেই কুলকিন। তখন সে তার বাবা-মা থেকে আলাদা হয়ে যায়। এরপর অভিজাত হোটেল থেকে বের হওয়ার পথ খুঁজছিল সে।
এ সময় কালো কোট পরা এক লোকের সঙ্গে তার দেখা হয়। কেভিন তাকে জিজ্ঞাসা করে, হোটেলের লবিটা কোন দিকে।
কালো কোটের ওই লোকটিই হচ্ছেন এখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে সে জানায়, হলের শেষ মাথায় গিয়ে বাঁয়ে যাও।
২০১৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা ম্যাট ড্যামোন দাবি করেন, নিজের ভবনে ওই ব্যবসায়ীকে একটি শটে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছিল।