সোমালিয়ায় গাড়িবোমা হামলা, নিহত ৭৩
সোমালিয়ায় গাড়িবোমা হামলায় অন্তত ৭৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার সকালে দেশটির রাজধানী মোগাদিশুতে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে এ হামলা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মোগাদিশুর মদিনা হাসপাতালের পরিচালক ডক্টর মোাহাম্মদ ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা ৭৩টি মৃতদেহ পেয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলাার দায় স্বীকার করে নি। তবে দেশটিতে প্রায়ই এমন ধরনের হামলা চালায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর বিস্ফোরণস্থলে মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন তিনি। এদের মধ্যে কারোও শরীর পুড়ে গেছে। নিহতদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
হামলার পরপরই একজন সংসদ সদস্য আবদিরিজাক নিহতের সংখ্যা ৯০ জনের বেশি বলে জানালেও বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নি।