নিউ ইয়র্কে স্টেট বিএনপি আয়োজিত প্রীতি সম্মেলন অনুষ্ঠিত
গেল ৫ জানুয়ারি জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক স্টেট বিএনপি তাদের অঙ্গ সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটির প্রবাসী সদস্যদের সম্মানে এক সম্মাননা এবং প্রীতি সম্মেলনের আয়োজন করে। জ্যাকসন হাইটসের খাবারবাড়ি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলখানায় হত্যার ষড়যন্ত্র করছেন। যুবদলের নেতাকর্মীরা বেচেঁ থাকতে শেখ হাসিনার এই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না।
আয়োজিত এ প্রীতি সম্মেলনে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ও সম্প্রতি ঘোষিত ঢাকা জেলা বিএনপির সদস্য কাজী আমিনুল ইসলাম স্বপন, জাসাসের কার্যকরি সদস্য শেখ হায়দার আলী ও যুক্তরাষ্ট্র জিনাফের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জয় প্রমুখদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট যুবদলের সহ সভাপতি সৈয়দ এনাম আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুঁইয়া।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী। গেষ্ট অব অর্নার হিসেবে আমন্ত্রণ জানানো হয় যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ।
বিশেষ অতিথিরা হলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, শামীম আহমেদ, হেলালুর রহমান, মার্শাল মুরাদ, সোহরাব হোসেন, আমানত হোসেন আমান, সাইফুর খান হারুণ, আহবাব চৌধুরী খোকন, গোলাম কিবরিয়া চৌধুরী, রাশেদা আহমেদ মুন প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি।