এবারের অস্কারে ১১ মনোনয়ন নিয়ে এগিয়ে ‘জোকার’
গেল সোমবার ঘোষণা করা হয়েছে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের অস্কারে টড ফিলিপ্সের ‘জোকার’ মুভিটি মোট ১১টি বিভাগে মনোনীত হয়েছে। ওয়াকিন ফিনিক্সের সেরা পুরুষ অভিনয় শিল্পীর মনোনয়ন নিএগয়ে অবশ্য কারও সন্দেহ ছিল না। তার সঙ্গে সেরা চলচ্চিত্র, পরিচালনা, সিনেম্যাটোগ্রাফিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও ‘জোকার’ মনোনয়ন পেয়েছে।
এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের তালিকায় মোট নয়টি নাম— ‘ফোর্ড ভার্সেস ফেরারি’, ‘দ্য আইরিশম্যান’, ‘জোজো র্যাবিট’, ‘জোকার’, ‘লিটল ওম্যান’, ‘ম্যারেজ স্টোরি’, ‘নাইন্টিন সেভেন্টিন’, ‘ওয়ান্স আপন আ টাইম… ইন হলিউড’, এবং ‘প্যারাসাইট’।
পরিচালকদের প্রতিযোগিতায় রয়েছেন মার্টিন স্করসেসি, টড ফিলিপ্স, স্যাম মেন্ডিস, কোয়েন্টিন টরেন্টিনো, বং জুন-হো।
সেরা পুরুষ অভিনয় শিল্পীর মনোনয়নে রয়েছেন অ্যান্টনিও ব্যান্ডেরাস, লিওনার্দো ডি ক্যাপ্রিও, আড্যাম ড্রাইভার, জোনাথান প্রাইস।
সেরা নারী অভিনয় শিল্পীর তালিকায় আছেন সিন্থিয়া অ্যারিভো, স্কারলেট ইয়োহানসন, সিওসা রোনান, শার্লিজ় থেরন, রেনে জ়েলওয়েগার।
মনোনয়নে সেরা সহ-নারী অভিনয় শিল্পীরা হলেন, ক্যাথি বেটস, লরা ডার্ন, স্কারলেট ইয়োহানসান, ফ্লোরেন্স পিউ, মার্গো রবি।
এবং সেরা সহ- পুরুষ অভিনয় শিল্পীরা হলেন টম হ্যাঙ্কস, অ্যান্থনি হপকিন্স, আল পাচিনো, জোয়ি পেসি, ব্র্যাড পিট।
সেরা বিদেশি চলচ্চিত্রের তালিকায় আছে, করপাস ক্রিস্টি (পোল্যান্ড), হানিল্যান্ড (নর্থ ম্যাসিডোনিয়া), লে মিজ়ারেবল (ফ্রান্স), পেন অ্যান্ড গ্লোরি (স্পেন), প্যারাসাইট (সাউথ কোরিয়া)।
এ বছরের ৯ ফেব্রুয়ারি জানা যাবে অস্কার নামক চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরষ্কারটি কে জয় করবেন।