Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকবাগদাদের মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বাগদাদের মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বাগদাদের মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উত্তর বাগদাদের তাজি সামরিক ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায় নি। এ হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করে নি।
 
সিরিয়ায় ইরানসংশ্লিষ্ট বিমান ঘাঁটিতে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি ঘটে নি। এদিকে, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা সদর। খবর বিবিসি, এএফপি ও রয়টার্স।
 
ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়, তাজি ঘাঁটিতে কয়েকটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটে নি। রকেটগুলো কিভাবে ঘাঁটিতে আঘাত হেনেছে সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয় নি।
 
এর আগে রোববার ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, আল-বালাদ বিমানঘাঁটিতে আটটি কাতিউশা রকেট আঘাত হানে। এতে চার ব্যক্তি আহত হন। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটির অবস্থান এবং সেখানে মার্কিন সেনা রয়েছে।
 
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ৮ জানুয়ারি হামলা চালায়। এরপর থেকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় প্রতিদিনই ছোটখাটো হামলা হচ্ছে।
 
এদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা সদর। যুক্তরাষ্ট্রবিরোধী এ বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
 
মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল সোলেমানি নিহতের ঘটনার জেরে বিদেশি সেনা সরিয়ে নেওয়ার বিল পাস করে ইরাকি পার্লামেন্ট। এমন পরিস্থিতিতে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে লাখো মানুষের জমায়েতের ডাক দিয়েছেন মুকতাদা সাদর।
 
এক টুইট বার্তায় সাদর বলেন, দখলদার বাহিনী দ্বারা প্রতিদিন ইরাকের আকাশ, মাটি এবং সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। তবে এ বিক্ষোভের জন্য এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করেন নি তিনি।
 
টুইটে তিনি জানান, ইরাকে মার্কিন সেনার উপস্থিতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মহাসমাবেশ করবেন তিনি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অত্যাধুনিক ও ব্যয়বহুল বিমানঘাঁটি তৈরির অর্থ ইরাক ফেরত না দিলে দেশটি থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়া হবে না। মার্কিন সেনাদের ইরাক ছাড়তে হলে দেশটির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি।
অন্যদিকে সিরিয়ায় ইরানসংশ্লিষ্ট বিমান ঘাঁটিতে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার মধ্যাঞ্চলের হোমস প্রদেশের বিমান ঘাঁটিতে ইসরাইলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
 
সিরিয়ার সেনাবাহিনী জানায়, এ সময় প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, টি৪ বিমানঘাঁটি আক্রান্ত হয়েছে। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কারও প্রাণহানি হয় নি।
 
তিনি আরও বলেন, ইসরায়েলের ছোঁড়া অন্তত চারটি ক্ষেপণাস্ত্র বিমানঘাঁটি পর্যন্ত পৌঁছালেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হোমসের বিমান ঘাঁটি আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। তবে কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু বলা হয় নি।
 
ইসরায়েলের অভিযোগ, টি৪ বিমানঘাঁটি ব্যবহার করে লেবাননভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর কাছে ইরান অস্ত্র সরবরাহ করছে। ইসরাইল বলছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ইরানের সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটানোই তেলআবিবের লক্ষ্য।
 
পশ্চিমা সামরিক গোয়েন্দা সূত্রগুলো বলছে, হোমস প্রদেশের টি৪ বিমানঘাঁটিটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা ব্যবহার করেন। কয়েক বছর ধরে ঘাঁটিটি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে।
 
ওদিকে মঙ্গলবার রাজধানী তেহরানে এক বৈঠকে রুহানি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা চলে না যাওয়া পর্যন্ত এ অঞ্চলের জনগণের বিশ্রাম নেয়া বা শান্ত হওয়া উচিত হবে না। ইরান সফররত সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ আল-খামিসের সঙ্গে তিনি একথা বলেন।
 
সিরিয়ার তেল খনিগুলোর নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, মার্কিন সেনাদের নিজেদের দেশে ফিরে যেতে বাধ্য করার জন্য এ অঞ্চলের জনগণকে সব রকমের প্রচেষ্টা চালাতে হবে।
 
তিনি বলেন, সিরিয়ার তেলক্ষেত্র দখলে নেয়ার ব্যাপারে ওয়াশিংটনের ঘোষণা একেবারে পরিষ্কার। আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ দেখে না এবং ভবিষ্যতেও দেখবে না। সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ আল-খামিস বলেন, ইরাকের ভেতরে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পরিষ্কার হয়েছে- এ অঞ্চলে সাম্রাজ্যবাদী শক্তির কোনও স্থান নেই।
 
তিনি বলেন, এ অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ চলছে এবং তা অব্যাহত থাকবে। সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের অবস্থানকে ইমাদ আল-খামিস দখলদারিত্বের সুস্পষ্ট উদাহরণ বলেও তিনি উল্লেখ করেন।
এক খবরে জানা গেছে, ইউক্রেনের বিমান বিধ্বস্তের ভিডিও ধারণকারী ব্যক্তিকে আটক করেছে ইরান। আটক ব্যক্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অভিযোগ আনা হতে পারে। প্রথমে অস্বীকার করলেও ইরান পরে জানায়, ভুল করে বিমানটি ভূপাতিত করা হয়।
 
এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ভুলকে ‘ক্ষমার অযোগ্য’ ও ‘বেদনাদায়ক’ হিসেবে আখ্যা দিয়ে এর দায় একজনের ওপর দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
 
গত সপ্তাহে ইউক্রেন এয়ারলাইনের একটি বিমান ভূপাতিতের ঘটনার পর বুধবার তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, জনগণ নিশ্চিত হতে চাচ্ছে যে কর্তৃপক্ষ তাদের প্রতি আন্তরিক, নিষ্ঠাবান ও আস্থাশীল। ক্ষমা চাইতে এবং বিমান ভূপাতিতের বিষয়টি ব্যাখ্যা করতে সশস্ত্র বাহিনীর প্রতি তিনি আহ্বান জানান।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment