মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আজ মঙ্গলবার থেকে মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত বিচার প্রক্রিয়া শুরু হলো।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট যার বিরুদ্ধে এই বিচার হচ্ছে। বেশ কয়েকদিনের যুক্তিতর্ক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিনেটররা। দুই তৃতীয়াংশ সদস্য ট্রাম্পের বিপক্ষে ভোট দিলেই ক্ষমতাচ্যুত হবেন ট্রাম্প।
মঙ্গলবার, স্থানীয় সময় দুপুর ১টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস অভিশংসন শুনানি কার্যক্রম শুরুর পর নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের শপথ নেবেন সিনেটররা। ব্যক্তিগত কারণে একজন বাদে বাকি ৯৯ জন সিনেটরই এই বিচার প্রক্রিয়ায় অংশ নেবেন বলে জানা গেছে।
শুরুতেই ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির অভিযোগ তুলে ধরবেন ডেমোক্র্যাটরা। পরে, ট্রাম্পের আইনজীবী যুক্তি উপস্থাপন করবেন। রবিবার বাদে সপ্তাহের প্রতিদিনই এই বিচারকাজ চলবে।
যুক্তি-তর্ক শেষে সিনেটররা প্রকাশ্যে ভোট দেবেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সিনেটের দুই তৃতীয়াংশ অর্থাৎ ৬৭ জনের ভোটের ওপর চূড়ান্ত রায় দেয়া হবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সিনেটে রিপাবলিকান দলের ৫৩ জনের কেউই ট্রাম্পকে অপরাধী মনে করেন না। ফলে, নিশ্চিতভাবেই এই যাত্রায় রক্ষা পাবেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই বিচারের ‘প্রতীকী মূল্য’ থাকবে বলে আশা ডেমোক্রেটদের।
এদিকে, অভিশংসন শুনানি শুরুর আগেই সুইজারল্যান্ডে ওয়াল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে দেশ ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট। আর, বিচার শুরুর আগেই সোমবার ট্রাম্পকে নির্দোষ বলে দাবি করে এই অভিশংসন প্রক্রিয়াকে সংবিধানের ভয়ানক বিকৃতি বলে মন্তব্য করেন তার আইনজীবীরা।
গত বছরের ২৫শে জুলাই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট মনোনয়নপ্রত্যাশী জো বাইডেন ও তার ছেলের দুর্নীতি তদন্তে চাপ দেন ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগ নিয়ে তাকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে ডেমোক্র্যাটরা।