সরস্বতী পূজা উদযাপিত হলো আটলান্টিক সিটির রাধা কৃষ্ণ মন্দিরে
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি: সরস্বতী = সরস (জল)+মতুন (অস্ত্যর্থে)+ঙীন (স্ত্রী)। অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী। সরস্বতী আরাধনার ক্রমবিস্তৃতির সঙ্গে সঙ্গে তার রূপকল্পনাও বহুবৈচিত্র্য লাভ করেছে। কোনও কোনও ক্ষেত্রে দেবীর বাহুর সংখ্যা অধিকতর হলেও সাধারণত তিনি চতুর্ভুজা, পদ্মাসনা, শুক্লাবর্ণা, শুভ্রবর্ণা, বীণা-পুস্তক, জপমালা, সুধাকলসর্ধারিণী, চন্দ্রশেখরা, ত্রিলোচনা। কখনও দেবী দ্বিভুজা। তন্ত্রে সরস্বতী বাগীশ্বরী-বর্ণেশ্বরী সারদা।
পরমপুরুষের প্রথম অবতার ইচ্ছাশক্তি, জ্ঞানশক্তি ও ক্রিয়াশক্তি। এ তিনের গুণাবতার হল বিষ্ণু, ব্রহ্মা ও রুদ্র। ঋগ্বেদে বাগ্দেবী ত্রয়ীমূর্তি। জ্ঞানময়ীরূপে সব জায়গাতেই তিনি আছেন। বিশ্বভুবনের প্রকাশ তারই জ্যোতিতে। তিনি প্রবাহরূপে কর্মের দ্বারা মহার্ণব বা অনন্ত সমুদ্রে মিলিত হয়েছেন। দেবী সরস্বতীর জ্যোতি বিভূতি এবং নদী সরস্বতীর নিষ্কলুষতার সমন্বয়ে দেবী শ্বেতবর্ণা।
২৯ জানুয়ারি নিউজার্সির এবসিকন শহরে দক্ষিণ ক্যালিফোর্নিয়া এভিনিউয়ের রাধা কৃষ্ণ মন্দিরে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়।
আটলান্টিক কাউন্টির সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন এদিন পুরোহিতের পূজার্চনা শেষে দেবী সরস্বতীর পদচরণে অঞ্জলি ও পুস্পার্ঘ অর্পণ করেন। অঞ্জলি শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাধা কৃষ্ণ মন্দিরের কর্মকর্তারা সরস্বতী পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।