Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদঢাকার দুই সিটি মেয়র: দক্ষিণের মেয়র তাপস, উত্তরে আতিকুল

ঢাকার দুই সিটি মেয়র: দক্ষিণের মেয়র তাপস, উত্তরে আতিকুল

ঢাকার দুই সিটি মেয়র: দক্ষিণের মেয়র তাপস, উত্তরে আতিকুল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। শনিবার রাতে শিল্পকলা একাডেমি থেকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। এদিকে ঢাকা উত্তরে আতিকুল ইসলাম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ব্যবধানে জয়ের পথে এগিয়ে রয়েছেন।
 
ঢাকা দক্ষিণের মোট ১১৫০ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে ৪,২৪,৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২,৩৬,৫১২ ভোট। ডিএসসিসির মোট ১১৫০ ভোট কেন্দ্রে বৈধ ভোট পড়েছে ৭ লাখ১১ হাজার ৪৮৮।
 
এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ১৩১৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৭১ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৫৬ হাজার ১৭০ ভোট।
 
এর আগে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশণের নির্বাচন শনিবার সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা।
 
এদিকে নির্বাচন কমিশনের ফল ঘোষণার আগেই আতিক ও তাপস গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দোয়া নিয়েছেন।
 
অন্যদিকে, নির্বাচন সুষ্ঠু হয় নি বলে নির্বাচন প্রত্যাখান করেছে বিএনপি। বিএনপির নির্বাচন বয়কট করে আজ রোববার রাজধানীতে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে দলটি। বিএনপি পক্ষ থেকে ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে হরতালের ডাক দেয় দলটি।
 
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুই সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন, প্রার্থী ছিলেন সাড়ে সাতশ’। উত্তরে সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং দক্ষিণে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ২৫টি।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment