যুক্তরাষ্ট্র যুব লীগের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট
প্রেস বিজ্ঞপ্তি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ’মুজিব বর্ষ’ উপলক্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশ আওয়ামী যুব লীগ নিউইয়র্কে বঙ্গবন্ধু টি টেন ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।
টি টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হবে আগামী ২৯ মে ২০২০। খেলা হবে ৩০ ও ৩১ মে এবং জুন ৬ ও ৭।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জুন মাসে।
টুর্নামেন্টে ১৬টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে অংশগ্রহণ করবেন। যদিও এখনও অংশগ্রহণকারী দলগুলো চূড়ান্ত হয় নি।
যুক্তরাষ্ট্র আওয়ামী যুব লীগের আহবায়ক একে এম তারিকুল হায়দার চৌধুরী গেল ২ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান, টুর্নামেন্টে অংশ নিতে ১ হাজার থেকে ১২ শত ডলার ফি ধরা হয়েছে। প্রতিটি দলকে আলাদা আলাদা জার্সি প্রদান করা হবে।চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার ডলার এবং রানার্স আপ দলকে ৫ হাজার ডলার দেওয়া হবে।
খেলার মাঠ এবং অতিথিদের তালিকা পরবর্তীতে জানানো হবে।
যুব লীগ নেতা মোহাম্মদ আমিনুল হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং টি টেন টুর্নামেন্টের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান।
আরু ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং টুর্নামেন্টের উপদেষ্টা আব্দুস সামাদ আজাদ, যুব লীগ নেতা গষেণ কীর্তণীয়া, লিটন চন্দ্র চৌধুরী, রিয়াজুল কাদির লস্কর, শেখ আলী আহাদ, মোহাম্মদ রেজাউল আজাদ অপু, জুনেদ আহমদ, মোহাম্মদ ইমরান আলী টিপু, ফরহাদ হাসান, শফিকুর রহমান সাফাত, মোহাম্মদ ফজলুর রহমান, শেখ তাজমুল হুদা, বজলুর রশীদ চৌধুরী, সাইকুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামা, শাহরিয়ার খান প্রমুখ।