Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদদিল্লির মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

দিল্লির মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

দিল্লির মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

ভারতের রাজধানী দিল্লির মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
 
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত শনিবার দূতাবাস প্রাঙ্গণে ধর্ষণের শিকার হয় শিশুটি।
 
এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে সে। শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ২৫ বছর বয়সী ধর্ষককে। দূতাবাসের একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে শিশুটির বাবা। দূতাবাস প্রাঙ্গনেই কর্মীদের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন তিনি।
 
অভিযুক্ত যুবকের বাবাও দূতাবাসের একজন কর্মী হিসেবে সেখানকার কোয়ার্টারে থাকেন। শিশু সুরক্ষা আইনের আওতায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
দিল্লি পুলিশের উপকমিশনার এইশ সিংহল সিএনএনকে বলেন, মেয়েটি দূতাবাসের স্টাফ কোয়ার্টারের বাইরে খেলছিল। এক পর্যায়ে এক প্রতিবেশী প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।
 
মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, আমরা এ ঘটনায় গভীরভাবে ব্যথিত। আমাদের যখন বিষয়টি জানানো হয়, তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিয়েছি এবং এই বিষয়টি পুলিশের নজরে এনেছি। অবশ্যই, আমরা তাদের পুরোপুরি সহযোগিতা করছি।
 
ভারতের সরকারি তথ্য অনুযায়ী ধর্ষণের শিকার প্রতি চার জনের একজন শিশু। ৯৪ শতাংশ ক্ষেত্রেই ধর্ষণের শিকার নারী বা শিশুর পূর্ব পরিচিত অভিযুক্ত।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment