অনুমতি না নিয়ে মিছিল, উত্তাল পশ্চিমবঙ্গ
সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে পুলিশি অনুমতি না নিয়ে মিছিল ও হট্টগোলের অভিযোগে পশ্চিমবঙ্গের তিন শীর্ষ স্থানীয় বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলা।
শুক্রবার দুপুর ২টায় টালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। উত্তর কলকাতায় জে পি নড্ডার মিছিলের পরে দক্ষিণ কলকাতার এই মিছিলই ছিল সিএএ-র সমর্থনে শহরের বুকে বিজেপির কর্মসূচি।
সেখানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক থেকে সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার উপস্থিত ছিলেন। কিন্তু শুরু হওয়ার আগেই মিছিল আটকে দেয় পুলিশ। বিজেপির গোটা নেতৃত্বকেই গ্রেপ্তার করে নেওয়া হয়।
পুলিশ জানায়, মিছিলের অনুমতি নেই, সুতরাং মিছিল করতে দেওয়া হবে না বলে বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদাররা পিছু হটতে রাজি হন নি। ফলে ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের বচসা শুরু হয়। খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিজেপি নেতাদের গ্রেপ্তার করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল চারু মার্কেট থানায়। তাই টালিগঞ্জ ফাঁড়ি থেকে বিজেপি কর্মী-সমর্থকরা দলে দলে থানার দিকে যেতে শুরু করেন। অবস্থা বুঝে নেতাদের বেশিক্ষণ সেখানে রাখে নি পুলিশ। কৈলাস, মুকুল, সায়ন্তন, জয়প্রকাশদের পাঠিয়ে দেওয়া হয় লালবাজার কেন্দ্রীয় লকআপে। সন্ধ্যার পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাদের।