প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গের নাগপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ শিক্ষিকাকে পুড়িয়ে হত্যা করেছে এক যুবক।
২৪ বছরের ওই তরুণীর নাম অঙ্কিতা পিসুডেকে। তিনি কলেজে শিক্ষকতা করতেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ। (২৫)।
প্রায় ১ সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ মারা গেলেন ওই শিক্ষিকা।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর,পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, ২৭ বছরের বিকাশ নাগরালে নামে অভিযুক্ত যুবক দীর্ঘদিন তরুণীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
বিবাহিত ভিকির সাত মাসের একটি পুত্রসন্তানও রয়েছে। স্থানীয় একটি কারখানায় কাজ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ওই তরুণীকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিলেন।
কিন্তু অঙ্কিতা রাজি না হওয়ায় নানা ভাবে তাকে হেনস্থা ও উত্ত্যক্ত করে আসছিলেন।
তদন্তকারী এক পুলিশ অফিসার জানিয়েছেন, গত বছর একবার আত্মহত্যার চেষ্টাও করেন ভিকি।
গত সোমবার সকাল ৭.১৫ মিনিটে একটি বাস থেকে নামতেই অঙ্কিতার পথ আটকায় ভিকি। নিজের বাইক থেকে পেট্রোল বের করে তার গায়ে ঢেলে দেয়।
এলাকার লোকজন ছুটে এসে কোনওরকমে আগুন নেভান। কিন্তু তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ভিকিকে গ্রেপ্তার করে।
অন্যদিকে তরুণীকে ভর্তি করা হয় নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে।
কিন্তু আজ সোমবার তাঁর মৃত্যু হয়। ওই হাসপাতালের ডিরেক্টর অনুপ মারার জানান, আজ সকাল ৬.৫৫ মিনিটে অঙ্কিতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
‘সেপ্টিসেমিক শক’-এ তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান।