পাকিস্তানে প্রেসক্লাবের সামনে গাড়ি বোমা হামলা, নিহত ৭
পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় প্রেসক্লাবের সামনে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় কোয়েটায় প্রেসক্লাবের কাছে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় প্রেসক্লাবের কাছে একাধিক গাড়ি দাঁড় করানো ছিল। সেই সময় এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। ঠিক কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও পরিস্কার নয়। এলাকা ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। ঘটনায় আহত হয়েছে অন্তত ১৯ জন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গত বছরের শেষে ডিসেম্বরেও ভয়াবহ বিস্ফোরণ হয় এই কোয়েটাতেই। প্রাণ হারান এক ব্যাক্তি। একটি ঢালাইয়ের দোকানে (ওয়েল্ডিং সপ) বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল।