‘কংগ্রেস নেতা ও সভানেত্রী সোনিয়া-রাহুল গান্ধী ভারতীয় নাগরিকত্ব হারাবে’!
কংগ্রেস কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতীয় নাগরিকত্ব হারাবে বলে দাবি করেছেন বিজেপির সংসদ সদস্য সুব্রমণিয়াম স্বামী।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে সিএএ বিষয়ক একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে সুব্রমণিয়াম বলেন, মানুষ যখন অন্য দেশে নাগরিকত্ব নিচ্ছে, তখন একজন ভারতীয় নাগরিকত্ব হারাবেন।
ভারতের সংবিধান প্রসঙ্গ তুলে সুব্রমণিয়াম স্বামীর দাবি, রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিকত্বের আবেদন করেছেন ইংল্যান্ডে একটি ব্যবসা শুরু করার জন্য। তবে যেহেতু রাজীব গান্ধী ভারতের নাগরিক ছিলেন, তাই রাহুল ভারতের নাগরিকত্বের জন্য নতুন করে আবেদন করতেই পারেন।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সুব্রমণিয়াম স্বামীর দাবি, সিএএ বিষয়টা মানুষ ঠিক মতো বুঝতে পারে নি। যারা বিরোধিতা করছেন, তারা আইন ভালো করে পড়েন নি। এই আইনে কোনও ভাবেই ভারতের মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবেন না।
এর আগে ২০১৭ সালে গো-হত্যা নিষিদ্ধ এবং গো-হত্যার অপরাধে ফাঁসিসহ কঠোর সাজার আইন ‘দ্য কাউ প্রোটেকশন বিল, ২০১৭’ নামে রাজ্যসভায় বিল পেশ করেছিলেন। ২০১৮ সালে সুব্রমণিয়াম স্বামী বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছিলেন।