Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকইরানের জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে রয়েছে রক্ষণশীলরা

ইরানের জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে রয়েছে রক্ষণশীলরা

ইরানের জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে রয়েছে রক্ষণশীলরা

ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২০৮ টি সংসদীয় এলাকার মধ্যে ৮২টি এলাকার নির্বাচনের ফলাফল বেসরকারীভাবে প্রকাশিত হয়েছে।
 
ভোটগ্রহণ শেষে শুক্রবার রাত থেকে গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ১২টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনার কাজ শুরু হয়।
ফলাফলে দেখা যাচ্ছে রক্ষণশীলরা এগিয়ে রয়েছেন। তবে তেহরান প্রদেশের নির্বাচনের ফলাফল এখনও প্রকাশিত হয় নি।
তেহরানে সাবেক মেয়র ও রক্ষণশীল প্রার্থী পরিচিত মুখ মোহাম্মাদ বাকের কালিবফের নেতৃত্বাধীন প্রার্থীরা সর্বশেষ গণনায় এগিয়ে রয়েছেন। জানা গেছে, নির্বাচনে পুরো ইরানজুড়ে ৪০ভাগ ভোটার উপস্থিতি ছিল।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে সাত হাজার ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইরানে প্রতি চার বছর পরপর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সি সব নাগরিক ভোট দিতে পারেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে বেশ ভিড় লক্ষ্য করা যায়।
প্রথমে দুই দফায় দুই ঘণ্টা করে এবং পরে দুই দফায় এক ঘণ্টা করে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়।
সংসদ নির্বাচনের পাশাপাশি একইদিন ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনেরও ভোটগ্রহণ করা হয়। ভোটাররা বিশেষজ্ঞ পরিষদের সাত সদস্যকে নির্বাচিত করবেন। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারাদেশে তবে বিশেষজ্ঞ পরিষদের ভোটগ্রহণ হয়েছে শুধুমাত্র তেহরান,কোম,উত্তর খোরাসান,খোরাসান রাজাভি এবং ফার্স প্রদেশে।
 
 
 
 
 
 
 
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment