Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদঊনপঞ্চাশ বাতাস, ২৮ ফেব্রুয়ারি বদলে প্রেক্ষাগৃহে আসছে ১৩ মার্চ

ঊনপঞ্চাশ বাতাস, ২৮ ফেব্রুয়ারি বদলে প্রেক্ষাগৃহে আসছে ১৩ মার্চ

ঊনপঞ্চাশ বাতাস, ২৮ ফেব্রুয়ারি বদলে প্রেক্ষাগৃহে আসছে ১৩ মার্চ

আবারও পেছাল ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটির মুক্তির তারিখ। এর আগেও কয়েকবার মুক্তির তারিখ পিছিয়েছে এ চলচ্চিত্রটির। ২৮ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও পিছিয়ে এখন ১৩ মার্চ বলা হচ্ছে।
ট্রেলারের শেষ দৃশ্যে শার্লিন ফারজানা। এক এক করে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির রহস্যপর্দা উন্মোচিত হচ্ছে। পোস্টার, টিজার ও গান প্রকাশের পর এবার নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল উন্মুক্ত করলেন ট্রেলার।
 
শনিবার ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটির ৩ মিনিট দৈর্ঘ্যের একটি ট্রেলার প্রকাশিত হলো। কিন্তু ট্রেলার যেন চলচ্চিত্রটিকে আরও রহস্যে নিয়ে ফেলে ঘনীভূত করল।
 
ঊনপঞ্চাশ বাতাস চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি, সংলাপ আর সংগীতের মেলবন্ধন ইতোমধ্যেই দর্শকদের মুগ্ধ করছে। দৃশ্য আর সংলাপও তেমনি একইভাবে টানছে।
 
চলচ্চিত্রতির গল্প আসলে কি নিয়ে সেটা এখনও অনুমান করা যাচ্ছে না।
 
কী গল্প আসলে?
 
রহস্য, ভৌতিক, প্রেমময় নাকি বৈজ্ঞানিক কল্পগল্প?
 
আসছে ২৮ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও সেটি পিছিয়ে এখন ১৩ মার্চ।
 
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রর গল্প, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইন- সকলই একলাই করেছেন।
 
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটি সম্পর্কে বললেন, সবার জীবনেই কিছু অনুভূতি থাকে, যা ভাষা, প্রতীক বা শব্দে প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এই রকম অনুভূতির ইংরেজি তর্জমা হতে পারে- ইনকমপ্লিট ব্রেথ। এই অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্র ঊনপঞ্চাশ বাতাস। গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।’
 
রেড অক্টোবরের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
 
পর্দায় ঊনপঞ্চাশ বাতাসের ব্যাপ্তি ২ ঘণ্টা ৪৫ মিনিট। ♦
 
 
 
 
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment