যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিপুল উদ্দীপনায় বসন্ত বরণ
গেল ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বসন্তকে বরণ করতে ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশীরা আয়োজন করেছিল এক মনোজ্ঞ আয়োজন।
বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডার উদ্যোগে অনুষ্ঠিত হয় ওই ‘বসন্ত বরণ’ অনুষ্ঠান।
স্যানফোর্ডের এক ভেন্যুতে আয়োজিত করেছিল প্রাণের এই আয়োজনের।মনোজ্ঞ এই শনিবারের ওই সন্ধ্যা রাঙিয়ে উঠেছিল বসন্তের রঙে।
বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল পেরিয়ে বসন্তের মৃদুমন্দ বাতাস দোলা দিয়ে উঠেছিল ফ্লোরিডার প্রবাসী বাঙালিদের হৃদয়ে।
নারীরা বাসন্তীতে লাল ছোঁয়া শাড়িতে, খোঁপায় ফুল গুঁজে, বাংলার মাটি-গন্ধ-সুরে সেজেছিল ষোল আনা বাঙালিয়ানায়।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আনোয়ার হোসেন। কণ্ঠশিল্পী শীলা আজিজ তার মাতিয়ে রেখেছিলেন উপস্থিত সকল প্রবাসীদেরকে। অনুষ্ঠান জুড়ে ভালো লাগার ছড়ানো আবেশে সকলে মেতে ওঠে আনন্দ, উচ্ছ্বাসে।
সংগীতানুষ্ঠান শেষে সকলে অংশ নেন নৈশভোজে। নিমন্ত্রিত অতিথিদের সার্বিক দেখাশোনার কাজটি করেন সঞ্চালক আনোয়ার হোসেন , হেলাল আহমদ, শামস আহমদ,মো. শফি, মুরাদ হোসেন প্রমুখ।
গতানুগতিকতার বাইরে বাইরে ভিন্নধর্মী এই আয়োজনটির জন্যে আয়োজকদের ধন্যবাদও অভিনন্দন জানান উপস্থিত প্রবাসীরা। ♦