করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ৪৫৬ জন
করোনাভাইরাস মহামারীতে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭০৯ জন।
মারা গেছে ৬৯ হাজার ৪৫৬ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। বেশিরভাগ মৃত্যু হয়েছে এ দুই মহাদেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।
মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থা সবচেয়ে খারাপ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন।
ওয়ার্ল্ড-ও-মিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ইটালিতে, ১৫ হাজার ৮৮৭ জন। এরপরে স্পেনে মারা গেছেন ১২ হাজার ৬৪১ জন। মৃত্যু হারে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৬১৮ জন।
মৃতের সংখ্যায় এরপর যথাক্রমে রয়েছে- ফ্রান্সে ৮ হাজার ৭৮ জন, যুক্তরাজ্যে ৪ হাজার ৯৩৪ জন, ইরানে ৩ হাজার ৬০৩ জন, চীনে ৩ হাজার ৩৩১ জন।◉