যুক্তরাজ্যে প্রতি দেড় মিনিটে একজনের মৃত্যু
যুক্তরাজ্যে করোনায় একদিনে সর্বোচ্চ ৯৮০ জন মারা গেছেন। এ নিয়ে সে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯৫৮ জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি লন্ডন শহরে।
ব্রিটেনে কোভিড ১৯-এ মৃতের সংখ্যা প্রতিদিন গড়ছে রেকর্ড। প্রতি দেড় মিনিটেরও কম সময়ে একজন করে করোনা আক্রান্ত মারা যাচ্ছেন।
এদিকে সংক্রমণ ঠেকাতে ইস্টার সানডের ছুটিতে নাগরিকদের ঘরে থাকতে বলেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি লন্ডন শহরেই। ব্রিটেনের অন্যান্য শহরের তুলনায় এখানে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস। লকডাউনে কর্মব্যস্ত শহরটি এখন যেন প্রাণহীন।
এদিকে করোনাযুদ্ধে আশার আলো দেখিয়েছেন ৯৯ বছর বয়সী প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক অ্যালবার্ট চেম্বার। কোভিড ১৯-কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।◉