ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন তোলা উচিত নয়: জাতিসংঘ মহাসচিব
মহামারি করোনাভাইরাস ঠেকাতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। এর পরেও প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
এদিকে করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন তোলা উচিত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
তিনি বলেন, একমাত্র কোভিড-১৯ এর ভ্যাকসিনই পারে বিশ্বকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে। করোনার উত্তর না মেলা পর্যন্ত লকডাউন চলুক।
তিনি আশা প্রকাশ করেন এই বছরের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা।
বুধবার আফ্রিকান দেশগুলির সঙ্গে করোনা সংক্রান্ত এক ভিডিও কনফারেন্স চলাকালীন এসব কথা বলেন তিনি।
ওই ভার্চুয়াল বৈঠকে আফ্রিকার প্রায় ৫০টি দেশ অংশ নেয়। আতঙ্ক রুখতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে পরামর্শ দেন গুতেরেস।
যেভাবে বিজ্ঞানীরা নিরলস পরীক্ষানিরীক্ষা করে চলেছেন, তাতে ২০২০ সালের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলা যাবে বলে মনে করেন তিনি।◉