৭৪ কিলোমিটার বেগে ঢাকায় বছরের প্রথম কালবৈশাখীর আঘাত
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার ঢাকায় ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হেনেছে। এর সঙ্গে কিছুটা ভারি বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার পর এ কালবৈশাখী রাজধানীতে বয়ে যায়।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, আজ ঢাকাসহ দেশের মোটামুটি সব এলাকায় কালবৈশাখীর ঝড় বয়ে গেছে।
তিনি বলেন, ঢাকায় কালবৈশাখীর ঝড় ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বয়ে গেছে। এই সময়ের মধ্যে এটি মোটামুটি অনেক বেশি। এছাড়া বরিশাল ও পটুয়াখালী দিয়ে ব্যাপক ঝড় হয়েছে। ময়মনসিংহ ও সিলেটে তেমন হয় নি।
সিলেট প্রতিনিধি জানান, বিকালের দিকে সিলেটে প্রবল বেগে বাতাস বয়ে যায়। কিন্তু বৃষ্টিপাত হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল এটি। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
এদিকে আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার এবং এরপর দিন শনিবার দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী আঘাত হানতে পারে। তবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অবশ্য কালবৈশাখীর কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্র আরও জানায়, চলতি এপ্রিল মাসে কোনও সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানার আশংকা নেই।◉