আহমদ ছফার দুর্লভ ছবি
মঙ্গলবার বাংলা ভাষার কিংবদন্তী বুদ্ধিজীবী ও লেখক আহমদ ছফার মৃত্যুবার্ষিকী। ক্ষণজন্মা এ বিরল প্রতিভার বাঙালি পুরুষের চিন্তা ও লেখার প্রভাব আজও বিদ্যমান। তার মৃত্যুবার্ষিকীর দিনে একটি বিরল ছবি প্রকাশ করেছেন লন্ডন প্রবাসী মকবুল চৌধুরী।
মঙ্গলবার সকালে মকবুল চৌধুরী ছবিটি তার ফেইসবুকে আপলোড করেন। তিনি জানান ছবিটি ১৯৬৫ সালে তোলা। জনৈক বিদেশির তোলা ছবিটি আবিষ্কার হয়েছে কাকতালীয়ভাবে।
সাদাকালো ছবিটিতে দেখা যায় একটি বেঞ্চ ও টেবিল। সেখানে চায়ের কাপ নিয়ে ধারাল চোখে তাকিয়ে আছেন আহমদ ছফা। আহমদ ছফার জন্ম ৩০ জুন, ১৯৪৩। তিনি ‘৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ‘৬৫ সালে তার বয়স ছিল ২২ বছর। তিনি ২৮ জুলাই, ২০০১ সালে মারা যান।
মকবুল চৌধুরী তার ফেইসবুকে এ ছবির ইতিহাস জানিয়ে লেখেন-
‘আহমদ ছফার একটি দুর্লভ ছবি। ১৯৬৫ সালে তোলা। রজার গোয়েন নামের একজন ইংরেজ সমাজ সেবক এই ছবিটি তোলেন। কিছু দিন আগে রজার আমার বাসায় বেড়াতে এলে নাসির আলি মামুন (আলোকচিত্রী) এর একটি পোট্রেট বইতে আহমদ ছফার একটি ছবি দেখে বলেন, আরে এতো আমার বন্ধু ছিল। তারপর এই ছবিটি আমাকে মেইল করে পাঠান। আজ তার প্রয়াণ দিবসে সবার জন্যে এই ছবিটি।’❑