লেবাননে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৭০ জন (ভিডিও)
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে অন্তত
৭০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতি সংবাদমাধ্যমের খবরে জানা যায়।
মঙ্গলবার সন্ধ্যার পরে রাজধানীর বন্দর এলাকায় ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৭০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি।
হাসপাতাল আহতদের ভিড়ে উপচে পড়েছে বলছে বার্তা সংস্থা রয়টার্স।
বিস্ফোরণটি কী কারণে ঘটেছে, তা এখনও স্পষ্টভাবে বলা না গেলেও ঘটনাস্থলে আতশবাজি থাকায় আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, আতশবাজির এক গুদাম থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
তবে লেবাননের রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলছে, বন্দর এলাকায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার পর ওই বিস্ফোরণ ঘটে।
এদিকে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেছেন, মঙ্গলবার রাতের এই বিস্ফোরণে ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
ইতোমধ্যে বিস্ফোরণের ভিডিওচিত্র লেবাননের স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়েছে।
সেখানে দেখা গেছে, সেন্ট্রাল বৈরুতের আকাশে ধোঁয়ার লাল কুণ্ডুলী। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেন্ট্রাল বৈরুতের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে বাসিন্দারা ভেবেছিল ভূমিকম্প হয়েছে। মানুষজন চিৎকার, ছুটোছুটি করেছে। বাসিন্দাদের তোলা ভিডিও এবং ছবিতে শহর জুড়ে ভবনগুলোর দরজা ও জানালার গ্লাস ভেঙ্গে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
এএফপি জানায়, বিস্ফোরণে আশেপাশের বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙ্গে গেছে।
লেবাননের স্থানীয় ডেইলি স্টার পত্রিকার সাংবাদিকরা বিস্ফোরণের পরে তাদের অফিসের ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করেছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বিস্ফোরণ ভিডিও টুইটারে প্রকাশ করে জানান, ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে থাকায় বিস্ফোরণের কারণ জানতে পারেন নি। তারা গোলাপী রঙের ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে এমন ছবি শেয়ার করেছেন।❑
Footage of the massive explosion at #Beirut port a short while ago. It's truly frightening. #Lebanon pic.twitter.com/OZ0hZ5SwlC
— Nader Itayim | نادر ایتیّم (@ncitayim) August 4, 2020