নিউ ইয়র্কে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএর জাতীয় শোক দিবস পালন
শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএর উদ্যোগে নিউ ইয়র্কে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ নিউ ইয়র্ক থেকে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে শিশু কিশোরদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারমান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল বাতেন, প্রেসিডেন্ট ডাক্তার ফেরদৌস খন্দকার, সাধারন সম্পাদক আলামিন বাবুসহ অন্যান্যরা।
বক্তারা এ সময় যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তার মৃত্যুদন্ড কার্যকরের আহ্বান জানান।
অনুষ্ঠানে কিনোট পড়েন সংগঠনের সাহিত্য সম্পাদক কামাল হোসেন মিঠুসহ নতুন প্রজন্মের তিন কিশোর কিশোরী।
পঁচাত্তরের সেই কালো রাতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শিশু রাসেলের নির্মম হত্যাকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য দেন নিউ ইয়র্ক প্রবাসী কিশোর সাইফ উল্লাহ।
শিশু রাসেলের হত্যাকারীদের যারা এখনও জীবিত রয়েছে তাদের অবিলম্বে মৃত্যুদন্ড কার্যকরের পাশাপাশি যারাই এই হত্যাকারীদের পক্ষে সাফাই গাইবে, তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াবার শপথ নেন উপস্থিত কিশোর কিশোরীরা।❏