যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত ও ১৬ জন আহত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রোচেস্টারে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে দুজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। গত শুক্রবার মাঝরাতে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ে ওই গুলির ঘটনা ঘটে। এ ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।
গতকাল শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রোচেস্টারের অন্তর্বর্তী পুলিশ প্রধান মার্ক সিমন্স এ ঘটনাকে একটি ট্রাজেডি আখ্যা দিয়েছেন। তবে হতাহতদের পরিচয় জানান নি তিনি।
সিমন্স জানিয়েছেন, নিহত দুজনের একজন পুরুষ আর অপরজন নারী। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আহত ১৪ জনকে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও জীবনশঙ্কা নেই।
এখনো সন্দেহভাজন অপরাধী সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ বিভাগ। তারা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।❐
এবিসি নিউজ