Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeপ্রবাসআগামী জুনে বাপা-সিভব্লিউএ লোকাল ১১৮২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

আগামী জুনে বাপা-সিভব্লিউএ লোকাল ১১৮২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

আগামী জুনে বাপা-সিভব্লিউএ লোকাল ১১৮২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

নিউইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশী পুলিশদের ক্রিকেট টুর্নামেন্ট । বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এবং সিডব্লিউএ লোকাল ১১৮২-এর যৌথ উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘বাপা-সিডব্লিউএ লোকাল ১১৮২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

ইতোমধ্যেই এই টুর্নামেন্টের একাধিক প্রস্তুতি সভা হয়েছে। সর্বশেষ গত ৮ মার্চ সোমবার বিকেল ৪টায় নিউ ইয়র্ক পুলিশ একাডেমিতে এ বিষয়ে আবার সভা হয়। এতে এনওয়াইপিডি ও ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগে কর্মরত বাংলাদেশি পুলিশ কর্মকতা ছাড়াও সিডব্লিউএ লোকাল ১১৮২-এর
কর্মকর্তাসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

বাপা সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত সভায় উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে সিডব্লিউএ লোকাল ১১৮২-এর টেম্পরারি অ্যাডমিনিস্ট্রেটর রিকি মরিসন, এনওয়াইপিডির ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের ডেপুটি ডাইরেক্টর চার্লি হার্জ, ম্যানহাটান নর্থ-এর ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রক্টের এক্সিকিউটিভ অফিসার রবার্ট মার্টিন, ট্রাফিক এনফোর্সমেন্ট কমান্ডার মোহাম্মদ ইসলাম, বাপা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী, জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট প্রিন্স আলম, সর্দার এবং ট্রাস্ট্রি মাকিজ মোহাম্মদ ও জসিম মিয়া, সিডব্লিউএ লোকাল ১১৮২-এর ভাইস প্রেসিডন্ট সুকুনবি ওলুফেমি ও ভাইস প্রেসিডেন্ট এলবের্ট সোলো, চীফ ডেলিগেট সৈয়দ ইসলাম, ম্যানহাটন ডেলিগেট অ্যাঞ্জেল দিয়াজ ও সৈয়দ উতবা, ব্রুকলিন ডেলিগেট নেরিসা ক্লাইরমন্ট, ব্রঙ্কস ডেলিগেট কামরুজ্জামান এবং কুইন্স ডেলিগেট মোহাম্মদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এনওয়াইপিডি’র ট্রাফিক এনফোর্সমেন্ট-এর বিভিন্ন কমান্ড থেকে তাদের প্রতিনিধিরা এই সভায় যোগ দেন।

সভায় ‘বাপা-সিডব্লিউএ লোকাল ১১৮২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ সফল করার বিষয়ে আলোচনা ছাড়াও ভবিষ্যতে সংগঠন দুটি এক্যবদ্ধভাবে মেম্বারদের জন্য কাজ করতে পারে সে ব্যাপারেওআলোচনা হয়। সভা সূত্র বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, এই টুর্নামেন্টে ১২টি টিম অংশনেবে। এর মধ্যে এনওয়াইপিডির ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের ১১টি এবং বাপা’র একটি টিম থাকবে । আগামী ১৯ মার্চের মধ্যে অংশগ্রহনকারী টিমকে রেজিস্ট্রেশন করতে হবে । আশা করা হচ্ছে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট আনুষ্ঠিত হবে ।

সংশ্লিষ্টরা আশা করছেন যে উল্লেখিত ক্রিকেট টুর্নামেন্ট চলতি ২০২১ সালে বাপা এবং সি ডব্লিউএ লোকাল ১১৮২-এর একটি বড় ইভেন্ট হবে, যেখানে এই দুই সংগঠনের সবাই পরিবার ও বন্ধুদের নিয়ে অংশ গ্রহণ করবেন । ফলে সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় আর জোরদার হবে ।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment