আপনারা কোনো সংঘাতে যাবেন না: বাবুনগরী
হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশে দলটির আমির জুনায়েদ বাবুনগরী বলেন, “আপনারা কোনো সংঘাতে যাবেন না। কোনো জ্বালাও পোড়াও করবেন না। বরং ধৈর্য ধারণ করুন। এটা আমার নির্দেশ।”
‘জ্বালাও-পোড়াও হেফাজত হারাম মনে করে’ বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এক ভিডিও বার্তায় বাবুনগরী এসব কথা বলেন।
হেফাজত নেতাদের মুক্তি চেয়ে বাবুনগরী বলেন, “হেফাজতের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যেসব নির্দোষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিন।”
গ্রেপ্তারকৃতদের নামে ‘মিথ্যা মামলা’ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, “২০১৩ সালের মামলায় অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। এসব ডাহা মিথ্যা মামলা। সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।”
“এ কেমন হয়রানি, এ কেমন জুলুম নির্যাতন। এভাবে তো একটি দেশ চলতে পারে না। অবিলম্বে এই ধরপাকড়, গ্রেপ্তার, মিথ্যা মামলা, হয়রানি বন্ধ করুন।” যোগ করেন তিনি।
সরকার ও প্রশাসনকে উদ্দেশ্য করে বাবুনগরী আরো বলেন, “এতদিন কোথায় ছিলেন আপনারা? এসব ‘মিথ্যা মামলা’ থেকে হেফাজত নেতাদের মুক্তি দান করুন।”
হেফাজত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহ যাদের ভালোবাসেন, তাদের কষ্ট দেন। তাদের পরীক্ষা করেন। আমাদের হায়াত শুরু হবে মৃত্যুর পর। তাই আপনারা কোনো সংঘাতে যাবেন না। জ্বালাও-পোড়াও, ভাঙচুর করবেন না।”❐