আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের একটাই দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়তে হবে।’
১২ নভেম্বর, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটাই দাবি, নির্বাচনের আগে শেখ হাসিনা সংসদ থেকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ হচ্ছে জনগণ বিচ্ছিন্ন সরকার। দেশের আলেম-ওলামাদেরকেও তারা ছাড়ছে না। তাদেরকেও হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে।’
দুপুর ১২টার দিকে দুপুর ১২টার দিকে শহরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এ মহাসমাবেশ শুরু হয়।
এদিকে ফরিদপুরে চলছে পরিবহন ধর্মঘট। আশপাশের জেলার সাথে ফরিদপুরে বাস-মিনিবাসসহ সরকারি পরিবহন বিআরটিসি বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার শুরু হওয়া এ পরিবহন ধর্মঘটে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফরিদপুরসহ গোটা দক্ষিণাঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন ফরিদপুরসহ আশপাশের জেলার যাত্রীরা।