Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 26, 2024
হেডলাইন
Homeপ্রবাসআমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

নিউইয়র্ক প্রতিনিধি: সম্পাদক, সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ব্যবসায়ি ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিতিতে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্যদের অভিষেক হয়েছে।

সোস্যাল ডিসটেন্সিং আইন মেনে ১১ এপ্রিল রোববার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল আলম বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হক। মঞ্চে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ৬ সদস্যের কার্যকরী কমিটির সদস্যসহ প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী।

২০০৮ সালে প্রতিষ্ঠিত আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২০-২০২২) সালের জন্য ৭ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

অভিষেকে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহ ফাউন্ডেশনের সিইও ও সাংবাদিক শাহ জে. চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহ্‌ নেওয়াজ, ইমিগ্র্যান্ট এলডার কেয়ারের সিইও গিয়াস আহমেদ, রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট পারভেজ সাজ্জাদ, মোতাহার হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুস শহীদ, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্টিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্কের বিশিষ্ট চিকিৎসক ডা. শামীম আহমেদ, ফাউমা ইনিসিয়েটিভের সিইও ফাহাদ সোলায়মান, রিয়েলটর কামরুজ্জামান বাচ্চু, ডিস্ট্রিক ২৪ কাউন্সিলম্যান পদপ্রার্থী সাবুল উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট দুলাল বেহেদু, লেখক সাংবাদিক রহমান মাহবুব,রওশন হক, রোকেয়া দীপা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল হাসেম হাসনু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহবাব চৌধুরী খোকন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বদিউল আলম, লায়ন মো. সাইফুল ইসলাম, রাজনীতিবিদ অ্যাক্টিভিস্ট জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, কাজী আযম, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন সৈয়দ ওয়ালিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, শামীম আল আমিন, রফিকুল ইসলাম, সীমা সুস্মিতা, সামসুন্নাহার নিম্মি আলমগীর হোসেন, পাপিয়া বেগম, স্যামিয়েল পিনারু।

এ হাই স্বপন স্মরণে ‘স্বপন হাই মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করা হয় ক্লাব সদস্য মো. মশিউর রহমান মজুমদার ও সীমা সুস্মিতাকে, সংগৃহীত ছবি।

অনুষ্ঠানে গত বছর করোনায় মৃত্যুবরণকারী ক্লাব সদস্য এ হাই স্বপন স্মরণে ‘স্বপন হাই মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করা হয় ক্লাব সদস্য মো. মশিউর রহমান মজুমদার ও সীমা সুস্মিতাকে। তারা দুজন করোনার সময় হাসপতালে কর্মরত থেকে স্বাস্থ্য সেবায় অসামান্য অবদান রাখেন।

প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক উপলক্ষ্যে স্মরণিকা ‘বাতায়ন’ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী বলেন, সাংবাদিক এবং সংবাদপত্র মানুষের কাছে সব সময় একটি বিশ্বাসের জায়গা। এই জায়গা সাংবাদিকদেরকেই ধরে রাখতে হবে। সত্য লেখার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবেনা। প্রেসক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবির বলেন, অনেক ক্ষেত্রে সাংবাদিকতা আজ দলীয় মনোভাবের কাছে বিক্রি হয়ে গেছে। আজকে যারা অভিষিক্ত হয়েছেন তাদের প্রতি দায়িত্বশীল সাংবাদিকতার আহবান জানান। সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। ইতোমধ্যে অনেকেই এই আইনের আওয়ায় কারাভোগ করেছেন। আমরা এই আইনের সংস্কার চাই।

সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ সাঈদ বলেন,একটি আদর্শ কমিউনিটি গঠনে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে আমরা কাজ করতে চাই। তিনি এ বিষয়ে সবার সহযোগিতার আহবান জানান। সবশেষে কন্ঠশিল্পী বেবী নাজনীন ও রানো নেওয়াজ সঙ্গীত পরিবেশন করেন।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment