Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
January 9, 2025
হেডলাইন
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইইউ মেটাকে ১৩০ কোটি মার্কিন ডলার জরিমানা করল

ইইউ মেটাকে ১৩০ কোটি মার্কিন ডলার জরিমানা করল

ইইউ মেটাকে ১৩০ কোটি মার্কিন ডলার জরিমানা করল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাকে ১৩০ কোটি মার্কিন ডলার (১৩ হাজার ৯১২ কোটি ৪০ লাখ টাকা) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমটির বিরুদ্ধে ইউরোপের ফেসবুক ব্যবহারকাীদের ব্যক্তিগত তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে মেটার বিরুদ্ধে বিপুল পরিমাণের এ জরিমানা করা হয়।

সোমবার (২২ মে) আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানায়।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কাজ করে থাকে দা আইরিশ ডেটা প্রটেকশন কমিশিন (ডিপিসি)। সোমবার ডিপিসি বলেছে, ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড (ইডিপিবি) মেটার কাছ থেকে তাদেরকে ‘একটি প্রশাসনিক জরিমানা’ আদায় করার নির্দেশ দিয়েছে।

ডেটা সুরক্ষাসম্পর্কিত প্রচলিত আইন জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশনের (জিডিপিআর) আওতায় সোমবার এই জরিমানা আদেশ জারি করেছে ডেটা সুরক্ষা বোর্ড। একই সঙ্গে আগামী ছয় মাস ফেসবুকের ইউরোপীয় ব্যবহারাকারীদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করতে ৬ মাসের নিষেধাজ্ঞাও দেয় বোর্ড।

এর জবাবে মেটা বলেছে, এককভাবে (মেটা) করা এই জরিমানা তাদের হতাশ করেছে এবং এ রায় ত্রুটিপূর্ণ, অন্যায় এবং একই সঙ্গে তা অন্য অগনিত কোম্পানির জন্য একটি বিপজ্জনক নজিরও স্থাপন করছে।

ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে বলা হয়, তথ্য পাচারের অভিযোগে এ পর্যন্ত ইউরোপীয় ডেটা প্রটেকশন বোর্ড যত জরিমানা করেছে, আর্থিক অঙ্কের হিসেবে সেসবের মধ্যে এটি সর্বোচ্চ।

বিবৃতিতে ইউরোপিয়ান ডেটা প্রটেকশন বোর্ডের চেয়ারম্যান আন্দ্রেয়া জেলিনেক বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। তাই ব্যক্তিগত তথ্যের পাচারের পরিমাণও বিশাল এবং বেশ ধারাবাহিক ও পদ্ধতিগতভাবে এসব তথ্য পাচার হয়েছে বলে আমাদের অনুসন্ধানে এসেছে।’

তবে মেটা কর্তৃপক্ষ ইউরোপীয় ডেটা প্রটেকশনের এ জরিমানার বিরুদ্ধে আদালতে যাবে বলে জানিয়েছে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment