ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র: হাঙ্গেরির প্রধানমন্ত্রী
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে তাৎক্ষণিকভাবে ইউক্রেন-রাশিয়ার সংঘাত বন্ধ করতে পারে। কিন্তু তারা এই সংঘাত বন্ধ করতে চায়নি। যুদ্ধ অব্যাহত রাখতে চেয়েছে। তবে কেন তারা এই সংঘাত অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের কাছে তার কোনো ব্যাখ্যা নেই।
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পর আজ(শুক্রবার সকালে কোসাথ রেডিও তার সাক্ষাৎকার গ্রহণ করে।
ভিক্টর অরবান সাক্ষাৎকারে বলেন, যদি ওয়াশিংটন ইচ্ছা করে তাহলে এক মুহূর্তের নোটিশে এই যুদ্ধ বন্ধ করতে পারে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন সম্পূর্ণভাবে পাশ্চাত্যের ওপর নির্ভরশীল।
ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্যপদ দেওয়ার ব্যাপারে নানা জল্পনা থাকলেও শেষ পর্যন্ত বেশিরভাগ সদস্য দেশ কিয়েভকে সদস্য পদ দিতে অস্বীকার করে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বর্তমানে যে যুদ্ধ চলছে সে ব্যাপারে হাঙ্গেরি বরাবর পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে আসছে।