ইউক্রেনের নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ
রাশিয়ায় অবস্থানরত নাগরিকদের দ্রুত দেশত্যাগের নির্দেশ দিয়েছে ইউক্রেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের হুমকির ফলে নাগরিকদের জন্য দেশত্যাগ জটিল হয়ে পড়তে পারে বলে আজ বুধবার এমন নির্দেশনা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে দেশটিতে দূতাবাস সংক্রান্ত সহায়তা কমে যেতে পারে। তাই নাগরিকরা যেন রাশিয়া ভ্রমণে না যান এবং যারা ইতিমধ্যে দেশটিতে অবস্থান করছেন তারা যেন দ্রুত দেশত্যাগ করেন- সেই আহ্বান করা হয় বিবৃতিতে।
এর আগে ন্যাটো প্রধান জেনস স্তোলেনবার্গ জানিয়েছিলেন, বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দুটোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার পরও রুশ বাহিনী ইউক্রেন আক্রমণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাশিয়া যে ইউক্রেনের ওপর পূর্ণাঙ্গ হামলার পরিকল্পনা অব্যাহত রেখেছে তার সব ইঙ্গিতই স্পষ্ট।
২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। তার পর থেকেই দেশটির পূর্বঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ লেগেই রয়েছে। আট বছর ধরে চলা এই সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষের প্রাণহানী হয়েছে।