ইউরোপে গ্যাস পুরো বন্ধ করলেও ক্ষতি নেই রাশিয়ার
ইউরোপে গ্যাস রপ্তানি এক বছরের বেশি সময় পুরোপুরি বন্ধ রাখলেও তেমন প্রভাব পড়বে না রাশিয়ার অর্থনীতিতে। অর্থনীতিবিদদের উদ্ধৃত করে এমন প্রতিবেদন ছেপেছে ব্লুমবার্গ।
বলা হচ্ছে, বর্তমান মূল্য পরিস্থিতিতে রাশিয়ার ‘ব্যালান্স অফ পেমেন্ট’ শক্তিশালী অবস্থানে আছে। তেলের দাম এবং রপ্তানি যদি এই অবস্থায় থাকে, তবে কমপক্ষে তিন বছর স্বাভাবিক অবস্থার ২০ শতাংশ গ্যাস ইউরোপে রপ্তানি করতে পারবে রাশিয়া।
ক্যাপিটাল ইকোনমিকের অর্থনীতিবিদ লিয়াম পিচ বলছেন, ‘এক বছরের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া। আর এতে তাদের অর্থনীতিতে কোনো প্রভাবই পড়বে না।’
পিচের মতে, সরবরাহ সীমিত সত্ত্বেও গ্যাস বেচে তিন মাসে রাশিয়ার আয় দাঁড়াতে পারে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত।
‘রাশিয়া পাইপলাইনগুলো পুরোপুরি বন্ধ করবে কি না, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। আর কী পরিমাণ কমানো হবে, সেটা নির্ভর করবে তেলের রাজস্বের ওপর।’
ইউরোপীয় অনেক নেতা শুরু থেকেই বলে আসছেন, রাজনৈতিক চাপের অস্ত্র হিসেবে গ্যাসকে ব্যবহার করছে রাশিয়া। তবে ক্রেমলিন বরাবর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে সাম্প্রতিক প্রযুক্তিগত সমস্যার কারণে মস্কো থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কমানোর সুযোগ পায় রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান-গ্যাজপ্রম।
পরিস্থিতি আরও নাজুক হবে যখন রক্ষণাবেক্ষণের কারণে ফের নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের সরবরাহ বন্ধ হবে। আগামী ৩১ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে যাচ্ছে রাশিয়া।