Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
February 3, 2025
হেডলাইন
Homeআন্তর্জাতিকএবার এমপি পদ থেকে সরে দাঁড়াতে টিউলিপকে চাপ বিরোধীদের

এবার এমপি পদ থেকে সরে দাঁড়াতে টিউলিপকে চাপ বিরোধীদের

এবার এমপি পদ থেকে সরে দাঁড়াতে টিউলিপকে চাপ বিরোধীদের

একের পর এক দুর্নীতির অভিযোগ ও সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) পদ থেকে চলতি মাসে ইস্তফা দিয়েছেন বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

এবার লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। রোববার (২৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার এমপি পদ ছাড়ার দাবির মুখে পড়েছেন।

এমনকি চলতি সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। আগামীকাল সোমবার পিটিশনের মাধ্যমে তাঁকে তাঁর নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে।

এই বিষয়ে টিউলিপের আসনে বিরোধী দলের নেতারা লিফলেট বিতরণ করেছেন। কিছু লিফলেটে টিউলিপের বিরুদ্ধে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ক্যামডেনের জ্যেষ্ঠে কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস মন্তব্য করেছেন, ‘সে সবার ধারণা অনুযায়ী ভদ্র মেয়ে নয়।’

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। কিন্তু তাঁর বিরুদ্ধেই বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার তহবিল আত্মসাৎ-এ জড়িত থাকা এবং লন্ডনের কিংস ক্রসে বিনামূল্যে ফ্ল্যাট উপহার পাওয়ারসহ নানা অভিযোগ রয়েছে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করে, মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে এসব বিষয় তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছেন টিউলিপ।

তবে প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনাস জানান, এটি ‘দুর্ভাগ্যজনক’ যে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার পারিবারিক সম্পর্কের সুনামগত ঝুঁকির বিষয়ে আরও সতর্ক ছিলেন না। তবে প্রতিবেদনের উপসংহারে লরি ম্যাগনাস জানিয়েছিলেন যে টিউলিপ মন্ত্রীত্বের কোড ভঙ্গ করেননি।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment