করোনাভাইরাস: উচ্চঝুঁকিতে বাংলাদেশ, চার দেশের যাত্রীদের জন্যে নিষেধাজ্ঞা
নভেল করোনাভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, দাবি যুক্তরাষ্ট্রের। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
এদিকে এ ভাইরাসের বিস্তার ঠেকাতে সনদ ছাড়া ইতালিসহ চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে আইইডিসিআর।
বুধবার দুপুরে সংস্থাটির নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআররের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ।
এই চার দেশ হলো-ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও কুয়েত।
সেব্রিনা ফ্লোরা জানান, যাত্রীরা করোনা মুক্তির মেডিকেল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। ♦