করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭২২, ধারণা বাস্তব সংখ্যা আরও বেশি
চীনের করোনাভাইরাসের আক্রমণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার পর্যন্ত ৭২২ জনের মৃত্যুর খবর দিয়েছে চীন সরকার। কিন্তু বাস্তব সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন। যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন।
কোনও ধরনের প্রতিষেধক কিংবা ভ্যাকসিন না থাকা এই ভাইরাস চীনের বাইরে দুজনের প্রাণ নিয়েছে। একজন হংকংয়ের আরেকজন ফিলিপাইনের। এটি কমপক্ষে ২৫টি দেশে ছড়িয়েছে।
চিকিৎসকেরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে। পরিণতিতে ঘটতে পারে মৃত্যু।
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।
এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সাধারণ ফ্লুর মতই হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এ রোগের ভাইরাস।