খালেদা জিয়ার ‘অন্যায় কারাবন্দিত্বের ৭২৭ দিন’ শিরোনামে নিউ ইয়র্কে সমাবেশ
বিএনপির সমর্থকদের সংগঠন ‘দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ’ সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘অন্যায় কারাবন্দিত্বের ৭২৭ দিন’ শিরোনামে এক সমাবেশের আয়োজন করে।
নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের পালকি চায়নিজ সেকশনে এক সমাবেশ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিল্টন ভূইয়া এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ সবুর।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লিটা রহমান।
লিটা রহমান বলেন, ‘মানবিক কারণেই অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি জরুরি। এটি একটি মানবিক ইস্যু। এজন্য আমাদের সবাইকে একসঙ্গে তার মুক্তির আন্দোলনের জন্য, তার জীবন রক্ষার জন্য কিছু করা দরকার।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক শওকত আলী, ‘বাংলাদেশ সোসাইটির’ বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য আলী ইমাম, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, ‘চট্টগ্রাম সমিতির’ সাবেক সভাপতি ও বিএনপি নেতা কাজী আজম, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা-সদস্য মোশারফ হোসেন সবুজ, ‘সন্দ্বীপ সোসাইটির’ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও স্টেট বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, জাসাসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মাকসুদ এইচ চৌধুরী ও ওমর ফারুক।
সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের’ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক শাহাদৎ হোসেন রাজু, ‘যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের’ সভাপতি নাসিম আহমেদ, মীর মশিউর রহমান, সুলতানা আহমেদ, তাহমিনা বেগম, শিল্পী আহমেদ ও মঞ্জুর মোর্শেদ।
সংবাদ বিজ্ঞপ্তি