গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভবিষ্যৎ ভূমিকার বিরোধী নেতানিয়াহু
গত রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সংবাদ সম্মেলনে এমন কিছু বলেছেন, যা ওয়াশিংটনে শঙ্কা সৃষ্টি করবে। গাজা উপত্যকার ভবিষ্যত শাসন সম্পর্কে জানতে চাইলে নেতানিয়াহু জানান, তিনি পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রত্যাবর্তনের বিরোধী, যার নেতৃত্বে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘অন্য কিছু হতে হবে।’
নেতানিয়াহু আরো জানান, এমন কোনো কর্তৃপক্ষ গাজার দায়িত্ব নিতে পারে না, যারা ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা করেনি।
গাজার ওপর ইসরায়েল নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে বলেও নেতানিয়াহু জোর দিয়ে পুনরাবৃত্তি করেন।
তিনি বলেন, ‘আমি কোনো অবস্থাতেই নিরাপত্তা নিয়ন্ত্রণে আপস করব না।’
এই অঞ্চলে সাম্প্রতিক সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আব্বাসকে বলেছিলেন, হামাসের পরাজয়ের পর গাজার ‘কেন্দ্রীয় ভূমিকায়’ ওয়াশিংটক পিএকে দেখছে। তবে নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ভবিষ্যতে হামাস বা পিএ গাজা শাসন করুক, তা তিনি চান না। কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো বিকল্পও প্রস্তাব করেননি।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনিদের জীবন ব্যয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক অস্বস্তির পাশাপাশি নেতানিয়াহু পিএর ভূমিকা প্রত্যাখ্যান করায় ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছে।
৭ অক্টোবর হামাস সীমান্ত পেড়িয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়, যাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। এর পর থেকে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
সূত্র: বিবিসি