গোটাবায়াকে শ্রীলঙ্কা ছাড়তে দিলেন না বিমানবন্দরের কর্মকর্তারা
অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে দিলেন না দেশটির বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা। দেশটির গণমাধ্যম কলম্বো গেজেটে মঙ্গলবার (১২ জুলাই) এ কথা বলা হয়েছে।
এর আগে গোটাবায়ার ছোটভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে গোপনে দেশ ছেড়ে দুবাই পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে তার সেই চেষ্টা ভণ্ডুল হয়েছে।
কর্মকর্তারা বলছেন, ৭৪ বছর বয়সী গোটাবায়া রাজাপাকসের স্ত্রীসহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাটিতে ছিলেন। তিনি গতকাল সোমবার রাতে সেখানেই ছিলেন। সেখান থেকেই আজ মঙ্গলবার বিমানবন্দরে আসেন।