Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 13, 2025
হেডলাইন
Homeপ্রধান সংবাদ‘ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করতে চাই’- ওবায়দুল কাদের

‘ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করতে চাই’- ওবায়দুল কাদের

‘ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করতে চাই’- ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া আওয়ামী লীগের চ্যালেঞ্জ। আমরা ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করতে চাই। দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে– দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।
 
শনিবার রাজধানীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসস
 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে। এটা জেনেও তারা অভিযোগ করছে।
 
নির্বাচনে পুরোপুরিভাবে ইভিএমে ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে।
 
আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে। নবগঠিত কমিটির যৌথসভা ৩ জানুয়ারি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ অনুষ্ঠিত হবে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।
 
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোজাফ্ফর হোসেন পল্টু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ মন্ত্রিপরিষদের সদস্যণ ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment